পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ মেলার উদ্বোধন করেন। মেলা আয়োজন করেছে কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), আর এতে সার্বিক সহযোগিতা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের আর্টিলারি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, কুয়াকাটার পর্যটন শিল্পকে আরও বিকশিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন। তিনি বলেন, “কুয়াকাটা পর্যটনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়ে অংশগ্রহণ করেছেন। মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে "দি নিউ রাজধানী সার্কাস"। এছাড়া থাকছে বিভিন্ন রকমের রাইড ও মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন। দেশের খ্যাতনামা শিল্পীরা এ মেলার সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেবেন।
এ মেলা কুয়াকাটার পর্যটন শিল্পের প্রচার-প্রসার এবং স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা কুয়াকাটার উন্নয়ন ও পর্যটন প্রসারের জন্য এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, “মেলা পর্যটকদের আকর্ষণ করবে এবং কুয়াকাটার স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”
মাসব্যাপী এই আয়োজনের মাধ্যমে কুয়াকাটাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, টোয়াক, এবং অন্যান্য সংগঠন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।