ইসরায়েলকে ইরানের কঠোর সতর্কবার্তা: যুদ্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
ইসরায়েলকে ইরানের কঠোর সতর্কবার্তা: যুদ্ধের হুমকি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলকে কঠোর বার্তা দিয়ে সতর্ক করেছেন যে, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর যেকোনো পদক্ষেপ বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।  


চীনের সিসিটিভিতে সম্প্রতি প্রচারিত এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাক্ষাৎকারটি গত ডিসেম্বরে নেওয়া হলেও এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।  


পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, আমি আশা করি ইসরায়েল বেপরোয়া কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। যদি তারা এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে এটি পুরো মাত্রার যুদ্ধে রূপ নেবে।  


এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং ওয়াশিংটন টাইমস জানিয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। গত ৩ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যদি পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানাবে, সেই বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।  


হোয়াইট হাউস থেকে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই বৈঠকে প্রেসিডেন্টকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেওয়া হয়নি। তবে অ্যাক্সিওস দাবি করছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।  


এই পরিস্থিতিতে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাসের এই কঠোর বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।  


মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। ইরানের পক্ষ থেকে এমন কড়া হুঁশিয়ারির পর ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সবার নজর এখন সেখানে।