প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনাল ম্যাচটি আসলে একপেশে লড়াইয়েই পরিণত হয়েছে। ম্যাচের শুরুতেই ধারণা পাওয়া গেলেও শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। মাত্র ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজ জয়ের আনন্দ নিয়েই আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে টাইগাররা। কারণ বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের।
