প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৪

মুশফিকুর রহিম আবারও প্রমাণ করলেন—বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে তিনি বড় খেলোয়াড়। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে গড়লেন অনন্য এক ইতিহাস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতেই মাত্র ১ রান প্রয়োজন ছিলো তার। ১৮৭ বলে পাঁচ চার মেরে ৯৯ রানে রাত কাটানো মুশফিক দিনের প্রথম সেশনে এ মাইলফলক স্পর্শ করেন, তৈরি করেন ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দঘন সকাল।
