জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তবে শেষ সেশনে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের জন্য দিনের শেষটা আশানুরূপ হয়নি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২২৭ রানে শেষ হয়। তাইজুল ইসলাম ৬ উইকেট শিকারে বোলিংয়ে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের দারুণ সূচনা করেন।
সাদমান ইসলাম তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। ১৮১ বলে ১৬ চার ও এক ছক্কায় ১২০ রান করে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গড়েন। তার এই ইনিংসে বাংলাদেশ দল ভালো অবস্থানে পৌঁছায়।
এনামুল হক বিজয় ৩৯ রানে আউট হলেও এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। মুমিনুল হক ৩৩ রান করে দলের সংগ্রহকে আরও এগিয়ে নেন। তবে চা-বিরতির আগে পরপর দুই ওভারে মুমিনুল ও সাদমানের আউটে ধাক্কা খায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম ৪০ রানে রানআউট হয়ে ফিরে যান। তার আউটের পর বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামে। জাকের আলি ও নাঈম হাসান মিলে মাত্র ৮ রান যোগ করতে পারায় শেষ মুহূর্তে চাপে পড়ে টাইগাররা।
দিন শেষে মেহেদি হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫) অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে ভিনসেন্ট মাসাকাদজা ৩ উইকেট শিকার করেন।
বাংলাদেশ এখনও ৬৪ রানের লিডে এগিয়ে থাকলেও শেষ সেশনে হারানো ৪ উইকেট তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় দিনে মিরাজ-তাইজুলের জুটিকে দীর্ঘস্থায়ী করতে হবে এবং যতটা সম্ভব লিড বাড়াতে হবে স্বাগতিকদের।