হাকিমপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
হাকিমপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চার বছরের মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মো. জামান আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক মো. নওশাদ আলী। এছাড়াও ৫১ সদস্যের কমিটির মধ্যে প্রাথমিকভাবে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।  


শনিবার দুপুরে হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. আবু উবায়দা মিয়া, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও মো. শফির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও মাইতুর রহমান, সহ-সম্পাদক মো. আরিফ হোসেন ও আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো. নাজমুছ সাহদত, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক প্রণব কুমার মন্ডল।  


হাকিমপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মো. আনোয়ারুল ইসলাম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা নির্বাচন কমিশন মো. তামিজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত সভাপতি মো. জামান আলী, সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী, প্রধান শিক্ষিকা মোছা. শাহনাজ বেগম হেনা, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।  


নবনির্বাচিত সভাপতি মো. জামান আলী ও সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী বলেন, অতীতের মতো আগামীতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা আদায়ে কাজ করবেন তারা। শিক্ষকরা তাদের ওপর আস্থা রেখেছেন, তাই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান তারা। উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকার সহযোগিতা কামনা করেন এই দুই নেতা।  


হাকিমপুর উপজেলা শাখার নির্বাচন কমিশন মো. তামিজুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের স্বার্থরক্ষার সংগঠন। এখানে ব্যক্তিগত লাভের চিন্তা নিয়ে কেউ আসলে তার জন্য জায়গা নেই। সংগঠনের নেতৃত্বে যারা থাকবেন, তারা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।  


তিনি আরও বলেন, নির্বাচনি তফসিল অনুযায়ী আজ নির্বাচন হওয়ার কথা ছিল, তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ৫১ সদস্যের কমিটির মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে।  


সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয় এবং নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয়।