পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে নভেম্বর ২০২২ ০৬:২২ অপরাহ্ন
পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান ও পৌরসভার কাউন্সিলর আব্দুুল্লাহ আল মামুন সম্রাট সহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


রবিবার (২০ নবেম্বর) রাতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. সেলিম হোসেন রকি বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ছাত্রদলের কর্মী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এনায়েত শেখের ছেলে আক্তার শেখ (২৮) ও গোয়ালন্দ উপজেলার নিলু শেখের পাড়ার নুর ইসলাম শেখের ছেলে শিপন শেখ(১৯) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।


সোমবার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাদত হোসেন মামলার বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার বিকাল ৪টার দিকে ছাত্রদলের ৩০/৩৫ জন নেতাকর্মী তাদের কর্মসূচী পালন শেষে জেলা বিএনপি অফিসের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংকের সৃষ্টি করে। সেই পরিস্থিতি সামাল দিতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পুলিশের এএসআই রাশেদুল ও কনস্টেবল হাসান আহত হয়। তখন সেখান থেকে ৭টি তাজা ককটেল জব্দ করাসহ ২জনকে আটক করা হয়।


এ ঘটনায় জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ ব্যাহত করতেই এই পরিকল্পনা। আমরা এসব জেনে বুঝেই রাজনীতি করি। আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে সেগুলো মিথ্য ও বানোয়াট।


মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই এই মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।