কালকিনিতে মুক্ত হাঁস সাঁতার প্রতিযোগিতায় প্রাণবন্ত তরুণেরা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন
কালকিনিতে মুক্ত হাঁস সাঁতার প্রতিযোগিতায় প্রাণবন্ত তরুণেরা

মাদারীপুরের কালকিনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্ত হাঁস সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম। এছাড়া স্থানীয় শিক্ষার্থী ও প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেন।


প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মো. নাজিম উদ্দিন, রাইছান ফকির পাভেল, নাইমুল হাসান নাহিদ, আবুল খায়ের, শাহরিয়ার আলম শিথিল, সাজ্জাদ হোসেন, মো. ফাইম হোসেন, মো. ফাহিম হোসেন, মো. সামি, জিসান বেপারী, বাহাউদ্দিন রাতুল, আহাদ হোসেন, হামিম হাসান, নোবেল, সিয়াম সরদার, মো. তানভির হাসান, মো. রিফাত হোসেন অভি, মো. রাকিব হাসান, মো. দিমু ইসলাম, মো. নাহিদ হাসান ও মো. মিজান হোসেন।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, "তারুণ্যের শক্তিকে জাগিয়ে তুলতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা, যা সবাইকে শিখতে হবে।"


উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, "এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। তারা আরও বেশি উৎসাহিত হবে সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে।"


স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের সাঁতারে আগ্রহী করবে এবং তাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে। আগামী বছর আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।