নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ সাফিউল সারোয়ার দ্বায়িত্ব গ্রহণ করেছেন। আজ দুপুরে তিনি বিদায়ী পুলিশ সুপার এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১১ ডিসেম্বর উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকায় দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে বিদায়ী পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে নতুন দ্বায়িত্বে যোগদান করবেন। দায়িত্ব হস্তান্তরের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফরজানা হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ সাফিউল সারোয়ার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "নওগাঁর মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সকলের সহযোগিতা কামনা করছি।"
জেলার বিদায়ী পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন তার বিদায়ী বক্তব্যে নওগাঁবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন পুলিশ সুপারের প্রতি তার শুভকামনা জানান।
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের আশা, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে জেলার নিরাপত্তা এবং সুশাসন আরও দৃঢ় হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।