জঙ্গিবাদের ঝুঁকি নেই বাংলাদেশে, তরুণদের ভূমিকা প্রশংসনীয়: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন
জঙ্গিবাদের ঝুঁকি নেই বাংলাদেশে, তরুণদের ভূমিকা প্রশংসনীয়: ড. ইউনূস

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তরুণদের ইতিবাচক ভূমিকা এবং তাদের উদ্যমের কথা তুলে ধরেন। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই আশ্বস্তবাণী দেন।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘আমি নিশ্চিন্ত করছি, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ এবং তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা বিশ্ব পরিবর্তনের ক্ষমতা রাখে। বাংলাদেশ তারই একটি উদাহরণ যে তরুণরা কতটা শক্তিশালী।’’



ড. ইউনূস তরুণদের ভূমিকাকে প্রশংসা করে বলেন, ‘‘আমাদের উচিত তরুণ-তরুণীদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষত তরুণীদের ওপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের সুযোগ এসেছে এবং তারা তা কাজে লাগাতে সক্ষম। আমার ক্যাবিনেটে নেতৃত্বদানকারী তিন তরুণ অভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিলেন। তারা দুর্দান্ত কাজ করছে। এই তরুণরা গত শতাব্দীর নয়, তারা এই শতাব্দীর।’’



২০২৫ সালের নির্বাচনের পর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, ‘‘আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সারা জীবন ধরে যে কাজ করেছি, সেটায় ফিরে যেতে চাই। তরুণরাও সেটা ভালোবাসে। আমি বিশ্বব্যাপী যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেখানে ফিরে যেতে চাই।’’



শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশকে দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা খেতাব দিয়েছে। এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘‘এটি প্রমাণ করে যে তরুণরা বিশ্ব পরিবর্তনের ক্ষমতা রাখে। বাংলাদেশ সেই উদাহরণ।’’


ড. ইউনূসের এই বক্তব্য তরুণ প্রজন্মের প্রতি অন্তর্বর্তী সরকারের আস্থার একটি দৃঢ় প্রতিচ্ছবি।