ঝিনাইদহে দুর্বার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, হাসি ফুটলো দরিদ্রদের মুখে

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ন
ঝিনাইদহে দুর্বার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, হাসি ফুটলো দরিদ্রদের মুখে

ঝিনাইদহের বংকিরা গ্রামে দুর্বার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় বংকিরা স্কুল মাঠে ৮০টি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই কম্বল পেয়ে এলাকার হতদরিদ্র মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব হায়দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক রকি। উপস্থিত ছিলেন সাকিব মোহাম্মদ আল হাসান, প্রতিভাস ঝিনাইদহের পরিচালক, বংকিরা পুলিশ ক্যাম্প ইনচার্জ আলমগীর হোসেন, উপদেষ্টা সদস্য আনোয়ার পাশা বিদ্যুৎ, শিক্ষক মাসুদুর রহমান, ব্যবসায়ী হামিদুর রহমান, বাউল সাধক লতিফ সাইজি, সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী, জসিম উদ্দীন, আল আমিন হোসাইন, উন্নত চক্রবর্তী, শিহাব আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


কম্বল পেয়ে খুশি বংকিরা, হাজরা ও গোবিন্দপুর গ্রামের লোকজন। বিশেষত, বংকিরা গ্রামের প্রতিবন্ধী সায়েম সরদার (মেছের) আনন্দিত হয়ে বলেন, "এতো শীত এলো গেলো, ইরাম করে কম্বল কেউ দিইনি, শীতের কম্বল পেয়ে রাতি ওমে হবেনে, ভালো করে ঘুমটি পারবানে।" তার মতো আরও অনেকেই এই শীতবস্ত্র পেয়ে আশ্বস্ত হয়েছেন।


দুর্বার সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয় দরিদ্র জনগণের সহায়তায় বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক রকি বলেন, "এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, যার মাধ্যমে আমরা শীতের কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।"


স্থানীয় শিক্ষার্থী, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা, শিশু, প্রতিবন্ধীসহ গ্রামের সব মানুষই কম্বল পেয়ে উপকৃত হয়েছে। স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, "দুর্বার সংগঠন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ সমাজে ব্যাপক প্রভাব ফেলবে এবং আরও বেশি মানুষকে সহায়তা করতে উত্সাহিত করবে।"


এভাবে, এই ছোট্ট উদ্যোগটি বংকিরা, হাজরা, গোবিন্দপুর গ্রামের মানুষের জন্য শীতের তীব্রতা কমিয়ে দিয়েছে এবং সমাজে মানবিক সহমর্মিতা বৃদ্ধি করেছে।