ইউনিয়নে আওয়ামী নেতার রগ কেটে দিল বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০৬:১৪ অপরাহ্ন
ইউনিয়নে আওয়ামী নেতার রগ কেটে দিল বিএনপি নেতারা

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হাজি সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেলিম রেজাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় সায়দাবাদ পুনর্বাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেলিম রেজা সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। তার ছেলে আব্দুল জলিল অভিযোগ করেছেন, ওই দিন সকালে ৩০-৩৫ জন বিএনপি নেতাকর্মী তাদের বাড়ির সামনে থেকে তার বাবাকে অটোভ্যানে তুলে নিয়ে যায়। এরপর তারা সেলিম রেজাকে বেধড়ক পিটিয়ে তার দুটি পা এবং ডান হাত ভেঙে দেয় এবং দুই পায়ের রগ কেটে ফেলে। মাথায় কুপিয়ে অচেতন অবস্থায় তাকে স্থানীয় পূর্ববাঐতারা স্কুলের সামনে ফেলে রাখা হয়।


ঘটনার পর সেলিম রেজাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।


সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা অভিযোগ করেছেন, সেলিম রেজা ২০১১ সালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যায় অভিযুক্ত ছিলেন এবং সম্প্রতি জামিন নিয়ে বাড়িতে ফিরেছিলেন। বাড়ি ফেরার পর বিএনপি নেতাকর্মীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা তাকে মারধর করে হত্যার চেষ্টা করেছে।


অপরদিকে, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সেলিম রেজা বহুদিন ধরে পলাতক ছিলেন এবং সম্প্রতি স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ হয়েছেন।  


সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।