খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (১০ নভেম্বর) উপজেলার যোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দু সমাবেশ ও মতবিনিময় সভায় এই কমিটির ঘোষণাটি করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ বাবু দেব প্রসাদ, এবং কোষাধ্যক্ষ হয়েছেন বাবু গৌতম মণ্ডল। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাবু প্রশান্ত মণ্ডল, ডা. হরিদাস মণ্ডল ও কানাই লাল কর্মকার। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বুদ্ধদেব মণ্ডল ও অমূল্য কুমার সরকার। পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার, প্রদীপ কুমার সরকার সহ আরো কয়েকজনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, "দেশে অর্থবহ স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে হলে বৈষম্যহীন, সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য।" তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশকে রক্ষা করতে হবে।"
আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশীয় সমস্যা নিয়ে তিনি আরও বলেন, "দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জামায়াতে ইসলামী তার ভূমিকা পালন করবে।" তিনি ডুমুরিয়া উপজেলার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ সহ জামায়াতের বিভিন্ন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং এলাকার সামাজিক উন্নয়ন বিষয়ে এই নতুন কমিটির গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।