সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩রা আগস্ট ২০২৪ ০১:৪৮ অপরাহ্ন
সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।


আজ শনিবার দুপুর ১২টার দিকে তারা সেখানে অবস্থান নেয়। এসময় ৯ দফা দাবি জানিয়ে শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।


ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশ সেখানে আছেন।


বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল দুপুর সোয়ার ১টার দিকে বন্ধ হয়ে গেছে। 


তবে এর আগে নিউমার্কেট থেকে মিরপুরের দিকে যাওয়ার রাস্তা সচল ছিল।


কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।