দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী এক যাত্রীর অবৈধ মালামাল আটককে কেন্দ্র করে সীমান্তের বিজিবি ও কাস্টমসের আনসার সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এ সময় দুই আনসার সদস্যকে পাশে হিলি আইসিপি বিজিবি ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আনসারদের। তবে পরে দুই বাহিনীর উর্ধতন কতৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সমঝোতা হয়। এ ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন দুই বাহিনীর সদস্যরা।
বুধবার (৩১ জুলাই) বিকেলে হিলি সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
আনসার, কাস্টমস, বিজিবি ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভারত থেকে এক পাসপোর্ট ধারী যাত্রী বিজিবি'র তল্লাশি চৌকি পেরিয়ে কাস্টমসে প্রবেশ কালে তার সঙ্গে থাকা মালামাল মাটিতে রাখা হয়। এ সময় কর্তব্যরত এক আনসার সদস্য মালামালগুলো কাস্টমসে নিয়ে আসার কথা বললে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে দুই বাহিনীর সদস্যর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দুই আনসার সদস্যকে পাশের বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে বেশ কিছু সময় আটকে রাখা হয়।
এরপর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মেহেরুবা আক্তার, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ ও হিলি কাস্টমসের সহকারী কমিশনার নারগিস আক্তারের উপস্থিতিতে হিলি কাস্টমসের ব্যাগেজ শাখায় জরুরী বৈঠকে বসেন এবং সৃষ্ট পরিস্থিতি ভূল বুঝাবুঝির কারণে হয়েছে বলে স্বীকার করেন। পরবর্তী সময়ে সীমান্ত বৈধ পাসপোর্ট যাত্রী ও সরকারি রাজস্ব আদায়ে দুই বাহিনী একে অপরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করেন হিলি কাস্টমস কতৃপক্ষ।
হাকিমপুর (হিলি) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেরুবা আক্তার জানান, সীমান্তে দুই বাহিনীর সদস্যর মধ্যে গন্ডগোলের কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে চলে আসি। এখানে এসে জানতে পারি বিজিবি সদস্যরা আমার দুই আনসার সদস্যকে তুলে নিয়ে গিয়েছিলো। একটি শৃঙ্খলা বাহিনীর কাছে কখনোই এটি কাম্যনয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সব জানিয়েছি। তারা ব্যবস্থা নিবেন।
জয়পুরহাট ২০বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, হিলি সীমান্তের জিরো পয়েন্টে দ্বায়িত্বরত বিজিবি সদস্যর সাথে কাস্টমসের আনসার সদস্যর ভুল বোঝাবুঝির কারণে এঘটনার সৃষ্টি হয়। পরে আলোচনা করে সেটার সমোঝোতা করা হয়েছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামাল পাশা জানান, দুই বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সিসিটিভির ফুটেজ দেখে তা সমাধান করেছি । ভবিষ্যতে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপারে ও সরকারি রাজস্ব আদায়ে দুই বাহিনী একে অপরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।