আশুলিয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুলাই ২০২৪ ০৩:১২ অপরাহ্ন
আশুলিয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, আহত ৫

সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সারাদেশে শিক্ষার্থী নিহতের ঘটনায়  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়। এতে ওই বাসের পাচজন যাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা চলে যায়। 


বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। 


সকাল ১০ টা থেকে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ,  সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের সামনে অবস্থান নেয় এবং মহাসড়ক বন্ধ করে দেয়। বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রা থেকে ছেড়ে আসা ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন ডিইপিজেড এলাকায় পৌছলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভাংচুর চালায়। এসময় শাকিল নামের এক বেক্সিমকো কোম্পানীর কর্মচারী সহ বাসের পাচ যাত্রী আহত হন। পরে আহতদের রিকশাযোগে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 


এদিকে, বাস ভাংচুরের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রদের ধাওয়া দিলে তারা চলে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের ভাই ও বোনদের ওপর হামলা চালানো হয়েছে। নির্বিচারে গুলি করে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এছাড়া কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।