সৎ ছেলেকে হত্যার অভিযোগে শিশু সন্তান নিয়ে হাজতে মা

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০২৪ ০৯:১৮ অপরাহ্ন
সৎ ছেলেকে হত্যার অভিযোগে শিশু সন্তান নিয়ে হাজতে মা

কুমিল্লার দেবীদ্বারে হত্যা মামলায় মায়ের অপরাধে ২ বছরের এক শিশু সন্তানকেও যেতে হলো জেলহাজতে। গর্ভধারিণী মাকে রেখে কোনো অবস্থাতেই ওই শিশুকে রাখা সম্ভব হয়নি। তাই অবশেষে মায়ের সঙ্গেই তার ঠাঁই হলো হাজতে।


রবিবার (১৪ জুলাই) দুপুরে আসামি লিজা আক্তারসহ তার দু'বছরের কোলের শিশু সন্তানকে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। এর আগে শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রাম থেকে ৮ বছর বয়সি সৎ ছেলেকে হত্যার অভিযোগে লিজা আক্তার (২২) নামে ওই নারীকে আটক করেছে থানা পুলিশ।


এবিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক নারী লিজা আক্তার (২২) এর সঙ্গে তার দুই বছরের একটি আপন ছেলেসন্তানও রয়েছে।


আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, যেহেতু ওই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তার মায়ের সঙ্গেই থাকবে।


উল্লেখ্য- শনিবার সকালে উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে খাবার চায় ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তার সৎ মা লিজা আক্তার। ওই ঘটনায় নিহতের পিতা আমান উল্লাহ সরকার বাদী হয়ে গতকাল (শনিবার ১৩ জুলাই) দেবীদ্বার থানায় স্ত্রী লিজা আক্তারকে একমাত্র আসামী করে সন্তার হত্যার দায়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।