ঝালকাঠিতে সুপারি পাড়া নিয়ে বিরোধ, কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি (ঝালকাঠি)
প্রকাশিত: রবিবার ২৯শে অক্টোবর ২০২৩ ০৮:৩৮ অপরাহ্ন
ঝালকাঠিতে সুপারি পাড়া নিয়ে বিরোধ, কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সুপারি পাড়া নিয়ে বিরোধের জের ধরে তুষার মল্লিক (১৭) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তার চাচা মো. মন্নান মল্লিক, চাচতো ভাই রাকিব মল্লিক ও আল আমিন মল্লিকের বিরুদ্ধে।



এ ঘটনায় রোববার (২৯ অক্টোবর) দুপুরে আহত তুষার মল্লিকের মা কহিনুর বেগম নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।



আহতর মা কহিনুর বেগম বলেন, আমার স্বামীর আপন ভাই ও একই বাড়ির চাচাতো ভাইয়ের ছেলেদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে। তারা আইন আদালত না মেনে জোর পূর্বক আমাদের ভোগ দখলিও জমির সুপারি পেরে নিয়ে যায় এবং গাছ কেটে নেয়। তাদের এসব অন্যায় কাজে আমরা বাধাঁ দেয়া ও চলমান মামলায় হেরে যাওয়ার সংকায় ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে ছেলের উপর এলোপাথরী হামলা চালায়। তাদের হামলায় আমার ছেলে গুরুতর আহত হয়।পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।



এ বিষয়ে অভিযুক্ত মো. মন্নান মল্লিক জানান, আমি বাড়িতে ছিলাম না। শুনছি সুপারি নিয়ে ভাইয়ের ছেলেদের সাথে ঝগড়া হয়েছে।


 


নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় একটি অভিযোগ  দায়ের করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।