হিজলার শিক্ষক দম্পতির সন্তান পেয়েছেন প্রাথমিক শিক্ষা পদক

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই জুন ২০২৩ ০৪:০৮ অপরাহ্ন
হিজলার শিক্ষক দম্পতির সন্তান পেয়েছেন প্রাথমিক শিক্ষা পদক

জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ অর্জন করেছেন বরিশালের হিজলা উপজেলার শিক্ষক দম্পতির ছেলে এবং বড়জালিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ নাফিজ ইকবাল খান।


নাফিজ ইকবালের বাবা মোঃ শহিদুল ইসলাম খান(রিপন) দক্ষিণ বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা রোজিনা ইয়াছমিন বড়জালিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে রয়েছেন। 


নাফিজের বাবা জানান, তার ছেলের এই পদক অর্জন শুধু তার একার নয়। এই অর্জন ওর বিদ্যালয়ের, হিজলার সকল শিক্ষক পরিবারের এবং হিজলাবাসীর। এ বছর জাতীয় পর্যায় কুইজ প্রতিযোগিতায় (বাংলা) অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছে। এজন্য ছেলের পক্ষথেকে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


ঢাকা পিটিআই তে ৪ জুন পদক বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মেদ।