হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০৩:০৯ অপরাহ্ন
হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার"এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর রেজা শাহীন। 

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাহাজাদী প্রধান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক আশরাফুল ইসলাম ও বালিকা বিদ্যালয় এর স্কুল শিক্ষার্থীরা।


আলোচনা সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্য বিষয় ও গুরুত্ব তাৎপর্য এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন।