নেত্রকোণার বারহাট্টা উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় অডিটোরিয়ামে বারহাট্টা থানা পুলিশ এই জনসচেতনতা মূলক সুধী সমাবেশের আয়োজন করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাশেম, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও বারহাট্টা ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বারহাট্টা উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুর কাদের, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আহমদ বাবুল, প্রেম নগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের আকন্দ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বারহাট্টা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, বারহাট্টা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা শাখার ম্যানেজার সুরজিত কুমার ভৌমিক, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সঞ্জু ও উপজেলা ছাত্র লীগের সভাপতি ইমরান হাসান সাকিব প্রমূখ।
সূধী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় নেত্রীবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র- ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক কার্যক্রমে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।