আশাশুনিতে মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বুধবার ১৯শে জুলাই ২০২৩ ০৯:৩৫ অপরাহ্ন
আশাশুনিতে মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি

আশাশুনিতে মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মান কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গলবার জেলা প্রশাসন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। 


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদানের মাধ্যমে আশ্রয় স্থল নিশ্চিত করা। সেই প্রকল্পের কার্যক্রম আশাশুনিতে পুরাদমে এগিয়ে চলেছে। উপজেলা সদরের আশাশুনি মানিকখালীতে আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মান করা হচ্ছে। কাজ দেখতে যান সাতক্ষীরা জেলা প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির। 


তিনি প্রকল্পের সকল গৃহ ও এলাকার সার্বিক পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। 


এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি স্থানীয় ভূমিহীন ও গৃহহীন মানুষ আশ্রয় কেন্দ্রে ইতিপূর্বে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন। তাদের মনের অনুভূতি শুনে পুলোকিত হন।