ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১৫ই জুলাই ২০২৩ ০৯:১৯ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে বন্যায় কবলিত এসব পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।


বন্যায় কবলিত প্রত্যেককে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে দশ কেজি চাল, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, এক কেজি লবণ, আধা কেজি মসুর ডাল ও আধা লিটার সোয়াবিন তেল দেওয়া হয়।


তিলাই ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং শিলখুড়ি ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। 


এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম ও শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা কবলিত অন্যান্য ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে।