বারহাট্টায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: সোমবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন
বারহাট্টায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠণ

ঘাতক দালালদের নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বারহাট্টা উপজেলা শাখার ৭৩ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


   এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়াস্থ ল’ইয়ার্স প্লাজায় অবস্থিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। 


    সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক কেশব রঞ্জন সরকার সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব শাহীন উদ্দীন আহমেদ (ভিপি শাহীন)। পরে সর্বসম্মতিক্রমে ওহীদুজ্জামান খান বিদ্যা মিয়াকে আহ্বায়ক এবং রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বারহাট্টা উপজেলা শাখার অনুমোদন দেয়া হয়। কমিটিতে ৫জন যুগ্ম-আহ্বায়ক ও ৬৬ জন সদস্য রয়েছে।


     এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সালাহ উদ্দীন খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।