মাসুদুর রহমান মাসুদ বলেছিলেন, সরিষাবাড়ীতে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি দেড় হাজার সমর্থকের জন্য ভুনা খিচুড়ির আয়োজন করবেন। কথা রেখেছেন মাসুদ। কাতার বিশ্বকাপে ফাইনাল খেলা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে ১৫০০ মেসি ভক্তকে ভুনা খিচুড়ি ভোজন ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন তিনি। পৌরসভার ধানাটা গ্রামের আর্জেন্টিনা সমর্থক ও মেসি ভক্ত মাসুদুর রহমান এই ভূরিভোজের আয়োজন করেন।
এ ছাড়া আর্জেন্টিনার জয়ের পর পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লিভাতের আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
মাসুদুর রহমান জানান, কাতার বিশ্বকাপ উপলক্ষে মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ৪০ হাজার টাকা খরচ করে এক হাজার ৮০ ফুট আর্জেন্টিনার পতাকা তৈরি করে পৌরসভা এলাকায় টাঙিয়ে রাখা হয়েছে। এর পর থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং মিল্লি ভাত ভোজের আয়োজনের পাশাপাশি বিজয় উল্লাস করেন সমর্থকরা।
মাসুদুর রহমান বলেন, এবার বিশ্বকাপ শিরোপা পছন্দের দল আর্জেটিনার ঘরেই এসেছে। আর্জেন্টিনা শিরোপা জেতায় প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়ানো হবে।
জানা গেছে, মাসুদুর রহমান রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় মাসুদের পক্ষ থেকে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লারে দেড় হাজার জনের জন্য খিচুড়ির আয়োজন করা হয়। পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করা হয়। এর মধ্যে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট ওঠে আর্জেন্টিনার মাথায়। আর এতেই করা হয় বিজয়োল্লাস। বিজয় মিছিলটি আরামনগর বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মমতাজ সরকারের বয়লারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আর্জেন্টিনার সমর্থকদের খিচুড়ি খাওয়ানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।