ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০:৩০

শেয়ার করুনঃ
ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ব্র্যাক ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। 

এ সময় তিনি ব্র্যাকের পরিপাটি শিক্ষা ব্যবস্থা ও সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আব্দুল হাকিম, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, আইসিটি অফিসার মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু মুছা স্বপন, ছাত্রনেতা আবু হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আতিয়া খানম, মল্লিকা পারভীন প্রমুখসহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

পরে দুপুর ২ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলে ৩ কোটি টাকার নির্মাণাধীন ব্রিজে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ

সরাইলে ৩ কোটি টাকার নির্মাণাধীন ব্রিজে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর–শাহজাদাপুর সড়কে প্রায় ৩১ মিটার দীর্ঘ একটি আরসিসি গাটার ব্রিজে উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিস্তৃত ফাটল দেখা দেওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের দাবি—নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরের বরাদ্দে ব্রিজটির

শ্রীমঙ্গলে ‘মব সিস্টেমে’ সরকারিভাবে ইজারা দেওয়া জলমহালে মাছ লুট !

শ্রীমঙ্গলে ‘মব সিস্টেমে’ সরকারিভাবে ইজারা দেওয়া জলমহালে মাছ লুট !

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারিভাবে ইজারা দেওয়া জলমহালে “মব সিস্টেমে” মাছ লুটের অভিযোগ উঠেছে ২ নং ভুনবীর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদসহ ১৫ জনের বিরুদ্ধে। গত সোমবার সকাল ৯টার দিকে ভুনবীর ইউনিয়নের শাসন লতুয়া খালকাটা বিলে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার রাত ১০টায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেন মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক ও আলীসারকুল এলাকার সুজিত সরকার। অভিযোগ সূত্রে জানা যায়,

মেহেরপুরে সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ৪৭ বিজিবির মতবিনিময় সভা

মেহেরপুরে সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ৪৭ বিজিবির মতবিনিময় সভা

সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি বিওপি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বুধবার বিকেল ৩টায় তেঁতুলবাড়ীয়া বিওপি এলাকার তেঁতুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রংমহল বিওপি এলাকার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় প্রধান

গোয়ালন্দে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, দুপুর পর্যন্ত সেবা পাননি রোগীরা

গোয়ালন্দে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, দুপুর পর্যন্ত সেবা পাননি রোগীরা

রাজবাড়ীর গোয়ালন্দে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ও ফার্মেসির সামনে রোগীদের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আগত রোগীরা। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্যাথলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৮ টা থেকে বেলা ১২ টা

হিজলায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিজলায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় হিজলা এর আয়োজনে মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প(২০২৫-২০২৬) অর্থ বছরের আওতায় বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এর সঞ্চালনায়