প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০:১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও দৌলতদিয়া ইউনিয়নের অন্তরমোড় ও কলাবাগান এলাকার পদ্মা নদীতে আড়াআড়ি অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, শাহ মো. শাহারিয়ার জামান সাবু, দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই মো. আ. কুদ্দুস, এসআই শাহজাহানসহ নৌপুলিশের অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু অভিযান প্রসঙ্গে জানান, চলতি মৌসুমে পদ্মার বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়া-আড়িভাবি বাঁধ দিয়ে ও চায়না দোয়ারীতে মাছ নিধনের সংবাদের ভিত্তিতে ছোট ভাকলা ও দৌলতদিয়া ইউনিয়নের কলা বাগান ও অন্তরমোড়
এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকটি বাঁশের বাঁধ অপসারণ করা হয়েছে। মাছের বংশ বিস্তার ও জলজ প্রাণী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।