শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার অবকাঠামো তৈরিতে গুণগত মানের সঙ্গে আপসের সুযোগ নেই। অর্থের অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীদের (সিভিল) দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, পত্রিকায় অনেক সময় অবকাঠামো তৈরিতে গুণগত মান নিয়ে সংবাদ আসে৷ সেই সংবাদগুলোয় আমরা দেখি নানা কারণে মানের সঙ্গে আপস করা হয়েছে। এটা করা যাবে না। সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একটি স্বাধীন দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার শিক্ষা। তাই শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য শিক্ষা অবকাঠামো তৈরিতে গুণগত মানের সঙ্গে আপস করার সুযোগ নেই। দক্ষ, যোগ্য, সৃজনশীল এবং মানবিক মানুষ গড়ে তুলতে শিক্ষা উন্নয়নের জন্য পরিবেশ ভালো রাখার বিকল্প নেই।শিক্ষা সচিব আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।