'প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে র্যালী, আলোচনা সভার আয়োজন কর হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।