রাজবাড়ীতে দীর্ঘ ৬ বছর পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৯ই অক্টোবর ২০২২ ১১:০৪ পূর্বাহ্ন
রাজবাড়ীতে দীর্ঘ ৬ বছর পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি

রাজবাড়ীতে দীর্ঘ ছয় বছর পর এক বছরের জন্য জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. শাহিন শেখকে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয় এবং জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী মো.আরফানুল হক অন্তরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মো.শাহিন শেখ এর আগে জেলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও মো.জাহিদুল ইসলাম জাহিদ বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া আরফানুল হক অন্তর পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন।


জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি রাজবাড়ী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৫ অক্টোবর (সোহাগ-জাকির)পরিষদ জাকারিয়া মাসুদকে সভাপতি ও সাইফুল ইসলাম এরশাদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।


জেলা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা ছাত্রলীগকে আরো মজবুত ও চাঙা করতে আমরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবো এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে।