জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উজানচর ইউনিয়ন পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই অক্টোবর ২০২২ ০৫:৪১ অপরাহ্ন
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উজানচর ইউনিয়ন পরিষদ

"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ কার্যক্রম মূল্যায়নে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ।


জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খানের নেতৃত্বে বাছাই কমিটিতে জেলা পর্যায়ে গোয়ালন্দের উপজানচর ইউনিয়ন পরিষদকে কাজের মূল্যায়ন হিসাবে ১ম স্থান নির্বাচিত করা হয়।


বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান।


এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা সিভিল সার্জন কর্মকর্তা মো. ইব্রাহিম টিটনসহ প্রমুখ।


গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মূল্যায়নে-২০২২ এ বিশেষ অবদান রাখায় রাজবাড়ী জেলার ১ম স্থান নির্বাচন করেছেন উজানচর ইউনিয়ন পরিষদকে। জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় সম্মান সেটি অনেক বড় পাওয়া। এটি আমাদেরকে ইউনিয়ন পর্যায়ে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা এনে দেয়। এ সময় তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা কামনা করেন।