জাতীয় কন্যা শিশু দিবসে গোয়ালন্দে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা অক্টোবর ২০২২ ০৮:২১ অপরাহ্ন
জাতীয় কন্যা শিশু দিবসে গোয়ালন্দে র‌্যালী ও আলোচনা সভা

"সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।


এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালীটি উপজেলা চত্বর হতে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।