এলজিএসপি-৩ এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১:৫২

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা পায়াকট বাংলাদেশের সহযোগীতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

শুরুতে প্রধান অতিথি তার বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন। পরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর বরিশাল জেলার অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ











