সরাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রদান

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১২ই সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৩ অপরাহ্ন
সরাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রদান

ব্রাহ্মণণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাউছার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অসদাচরণ, চারিত্রিক ও জন স্বার্থ বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাহার বিরুদ্ধে অনাস্থা প্রদান পরিষদের ১২জন সদস্যদের।


সোমবার (১২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে অনাস্হা প্রদান  করেন ১২ জন ইউপি সদস্য। ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান জুরবানুসহ,১২ জন ইউপি সদস্য অনাস্থা প্রদান করেন। পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান জুরবানুবলেন,চেয়ারম্যানের   বিনা রশীদে অর্থ আদায় অর্থ আত্মসাৎ করেছেন। পরিষদে আমাদের মূল্যায়ন করা হয় না। অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে অসদাচরণ  করেন। আমরা এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ অনাস্থা প্রদান দিয়েছি।


ইউপি সদস্য সুজন মাহমুদ অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান তার ভাতিজা দিয়ে পরিষদ নিয়ন্ত্রণ করেন৷  জন্মনিবন্ধনের করতে আমার পরিবারের ৩০০ টাকা নিয়েছে। সবার কাছ থেকে কি পরিমাণ  করে টাকা নেই তাহা আমরা সব লিখিত ভাবে জমা দিয়েছি। আমরা নির্বাচিত প্রতিনিধি হয়ে নাগরিকদের কোনো সুবিধা দিতে পারছি না। জনগণের কাছে জবাবদিহিতা করতে পারছি না।


এ ব্যপারে কথা হলে পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো.কাউছার হোসেন  অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন তারা আমি ইউনিয়ন পরিষদে কখনও কাউকে অপমান করিনি এবং বেআইনি কাজ করিনি।সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এ প্রতিনিধিকে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।