খাগড়াছড়িতে রায়ট ড্রিল অনুশীলন ও ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ০৫:২৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে রায়ট ড্রিল অনুশীলন ও ব্রিফিং

খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে  বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক  অবৈধ সমাবেশ/জনতা নিয়ন্ত্রণ, ছত্রভঙ্গ করার কৌশল, নিয়মাবলি এবং CrPC ও PRB নির্দেশনা অনুযায়ী অবৈধ সমাবেশ/উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ/ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগের (Application of Force) নিয়মাবলী সংক্রান্তে ব্রিফিং ও অনুশীলন অনুষ্ঠিত হয়। 


এসময় রায়ট ড্রিলের বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে এবং অবৈধ সমাবেশ/উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে করণীয় ও বর্জনীয় সম্পর্কে ব্রিফ করেন খাগড়াছড়ি  জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএম। ব্রিফিং শেষে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের রায়ট ড্রিল অনুশীলন সরেজমিনে পরিদর্শন করে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।


এসময় খাগড়াছড়ি  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ও অপরাধ)সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।