দৌলতদিয়া পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: শনিবার ১৩ই আগস্ট ২০২২ ১০:৪৭ অপরাহ্ন
দৌলতদিয়া পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : পুড়িয়ে ধ্বংস

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর নেতৃত্বে দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশর একটি দল শনিবার (১৩ আগস্ট) বিকালে পদ্মা নদীর দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেতকা রাখালগাছী, কুশাহাটা এলাকা থেকে ৪৫টি নিষিদ্ধ কারেন্ট, চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।


পরে জব্দকৃত আনুমানিক দুই লক্ষ্য ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল সন্ধ্যার পর দৌলতদিয়া লঞ্চঘাটে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় দৌলতদিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর (জে এম) সিরাজুল কবির, এস আই শাহজাহান, এ এস আই আঃ কুদ্দুস, কনস্টেবল মোখলেসুর, মাইনুল, পারভেজ, জিয়াউর, সাইফুল অভিযানে অংশগ্রহণ করে।