ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ২৩শে জুলাই ২০২২ ০৪:৩৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ‍্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


দেশী প্রজাতির মাছের বংশ বিস্তার ঘটাতে অভয় আশ্রম গড়ে তোলার উপর জোর দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ থেকে ২৯ জুলাই) উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।


এসময় উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আতিকুর রহমান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।