আশাশুনিতে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ১২ই জুন ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন
আশাশুনিতে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মিলন মহল যুব সংঘ কার্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। 


নির্বাচনে ৬টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৮ জন ভোটারের মধ্যে ২০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে ১টি ও সদস্য পদে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে হযরত আলি (অবসরপ্রাপ্ত আর্মি) চেয়ার প্রতীক ১০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিপ্রার্থী মেহদী হাসান (ছাতা প্রতীক) পেয়েছেন ৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম গাইন (বক প্রতীক) ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুল ইসলাম (ঘড়ি) ৫৮ ও আবু সাইদ মোড়ল (বই) পেয়েছেন ৫৭ ভোট। সদস্য পদে এমদাদুল হক এমদা (কলস) ১৩৮, মনিরুল ইসলাম (বল) ১১৮, আবু নছর (আম) ১১৩ ও রিয়াছাদ আলি (মাছ প্রতীক) ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তফা  মোরগ) ৮৬ ও শহিদ উল্লাহ (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৮৩ ভোট। 


প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এড. যাকারিয়া। প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষক গাউছুল আযম ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষক রজব আলি। সহযোগিতায় ছিলেন মিলন মহল যুব সংঘের সভাপতি জিহাদুল ইসলাম ও বাজার কমিটির সাবেক সেক্রেটারী এরশাদ সরদার। 


বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন ও মহিলা মেম্বার মমতাজ বেগম নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন।