নওগাঁয় ৩মুখ ও ২টি মাথাওয়ালা ছাগলের জন্ম

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১১ই জুন ২০২২ ০৫:৫৬ অপরাহ্ন
নওগাঁয় ৩মুখ ও ২টি মাথাওয়ালা ছাগলের জন্ম

নওগাঁয় তিনটি মুখ ও দুটি মাথা নিয়ে একটি ছাগলের জন্ম হয়েছে। সদর উপজেলায় বোয়ালিয়া ইউনিয়নের ইকরকুড়ি গ্রামে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১১টার দিকে ওই গ্রামের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছাগলের খামারে হরিয়ানা জাতের ছাগল-ছানাটির জন্ম হয়।


এমন বিচিত্র আকৃতির ছাগল ছানাটির শরীরের গঠন দেখে স্থানীয়রা অবাক। স্বাভাবিক ছাগল-ছানার সঙ্গে এর মুখের গঠনের মিল নেই। জোড়া লাগা অবস্থায় দুই মাথা ও তিন মুখ নিয়ে জন্ম নেয় ছানাটি। তবে অন্য স্বাভাবিক ছাগলের মতো আছে দুটি কান, দুটি চোখ ও চারটি পা। অদ্ভুত গঠন নিয়ে জন্ম নেয়া ছাগল-ছানাটি বর্তমানে সুস্থভাবে বেঁচে আছে। 


এদিকে, ঘটনাটি জানা জানি হলে ছাগলের ছানাটি দেখতে ইকরকুড়িসহ আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ শহিদুলের খামারে ভিড় করছেন। শুক্রবার বিকেলে ইকরকুড়ি গ্রামের ‘স্মাগ ডেইরি ও গট খামার’ নামের একটি ছাগলের খামারে গিয়ে দেখা যায়, অনেক মানুষ জন্ম  ছাগল ছানাটি দেখতে ভির করছেন। আবার অনেকে বিচিত্র এই ছাগল ছানার সাথে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখছেন।


স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন বলেন, এমন অদ্ভুত আকৃতির ছাগল ছানা আমি কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। ছাগল ছানাটি সুস্থ থাকুক এই কামনা করছি।


সদর উপজেলা ফতেপুর গ্রামের বাসিন্দা রবিন দেওয়ান এসেছেন শহিদুলের খামারে ছাগল ছানাটি দেখতে এসময় রবিন বলেন, দুই মাথা ও তিন মুখ নিয়ে জন্ম নেয়া ছাগল ছানাটি দেখতে এসেছি। এমন ছাগল ছানাটি এর আগে আমাদের এলাকায় কখনো জন্ম নেয়নি। না দেখে থাকতে পারলাম না।


স্মাগ ডেইরি ও গট খামারের মালিক শহিদুল ইসলাম বলেন, এই প্রথম আমার খামারে দুই মাথা ও তিন মুখ নিয়ে একটি ছাগল ছানার জন্ম হয়েছে। আমি প্রায় ৫-৬বছর যাবৎ ছাগলের খামার দিয়ে লালন পালন করছি। এর আগে অনেক ছাগল ছানার জন্ম হয়েছে খামারে। তবে এমন অদ্ভুত ছানার জন্ম এই প্রথম।


শহিদুল আরও বলেন, ছানাটি বর্তমানে সুস্থ আছে। তবে একা একা খেতে পারছে না। ছানাটিকে ফিডারে দুধ তুলে খাওয়াতে হচ্ছে। ছানাটি যেন সুস্থ থাকে আল্লাহর কাছে দোয়া করি। আমার খামারে বিভিন্ন প্রজাতির ৩৫টির মত ছাগল রয়েছে। এর মধ্যে ১০টি ছাগল ছানা আছে ( বাচ্চা)। অন্যান্য ছাগল-ছানার মতো সদ্য জন্ম নেয়া এই ছানাটিকেও পরমযতœ নিয়ে লালন-পালন করে বড় করে তুলতে চাই। 


বিষয়টি নিয়ে কথা হলে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, শহিদুলের খামারে হরিয়ানা ছাগল ছানার দুই মাথা, তিন মুখ ছাগল ছানার জন্ম হয়েছে। এমন ঘটনা শুনেছি। আসলে আমার জানা মতে, বিজ্ঞান অনুযায়ী যখন অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগল ছানার জন্ম হয়ে থাকে। আবার জিনগত ত্রুটির কারনে এমন আকৃতির ছাগল ছানার জন্ম হয়ে থাকতে পারে। দুই মাথা ও তিন মুখ নিয়ে জন্ম নেয়া ছাগল-ছানাটি সুস্থ রাখতে তিনি আমাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে তাকে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হবে।