নিরাপদ সড়কের দাবিতে “গােয়ালন্দ রাইডার্স'র" এর মটরসাইকেল শােভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: শুক্রবার ২৫শে মার্চ ২০২২ ১১:২১ অপরাহ্ন
নিরাপদ সড়কের দাবিতে “গােয়ালন্দ রাইডার্স'র" এর মটরসাইকেল শােভাযাত্রা

নিরাপদ সড়কের দাবিতে গোয়ালন্দ রাইডার্স নামে একটি সংগঠন শুক্রবার (২৫ মার্চ) সকালে নড়াইলের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করে।সকাল ৮ টায় গােয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠ থেকে শােভাযাত্রাটি বের হয়। গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল শোভাযাত্রায় অংশগ্রহন কারীদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


শােভাযাত্রায় ১৩০ টি মােটর সাইকেলে ২৬০ জন রাইডার্সে অংশগ্রহণ করেছেন। ১০০ কিলােমিটার গন্তব্যে আসা-যাওয়া করতে শােভাযাত্রাকে মােট ২০০কিলােমিটার পথ পাড়ি দিতে হবে। যাত্রা পথের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে প্রচারনা চালাবে তারা।


শােভাযাত্রার নেতৃত্বে রয়েছেন গােয়ালন্দ রাইডার্সের প্রতিষ্ঠাতা এডমিন এসএম ইত্তেহাদ সিয়াম, এডমিন কলিন্স পার্থ, শামীমুল ইসলাম শাওন,শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী,আলমগীর হোসেন, বিমল,আহসান হাবিব প্রমূখ।


গােয়ালন্দ রাইডার্সের প্রতিষ্ঠাতা এডমিন এসএম ইত্তেহাদ সিয়াম জানান, তাদের সংগঠনের বেশিরভাগ সদস্যই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তােলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৬ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তােলেন।


নিজের দেশকে ভালভাবে বুঝতে ও ঘুরে দেখতে প্রতিবছর একটা বিশেষ শ্লোগান নিয়ে বিভিন্ন স্হান সফর করেন। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর দিয়ে তাদের যাত্রা শুরু হয়। এ বছর তাদের পঞ্চম বৃহত্তর যাত্রা। তবে গত ৫ বছরে তারা বিভিন্ন ছোট ছোট দলে দেশের অন্তত ৪৫ টি  জেলা ভ্রমন করেছেন।