আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: রবিবার ১৭ই এপ্রিল ২০২২ ০২:৪২ অপরাহ্ন
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

জাতীয় পতাকা উত্তোলন ও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে ভারত থেকে বাংলাদেশের মেহেরপুরের (আম্রকানন) মুজিবনগরে এসে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। 


আজ রোববার (১৭এপ্রিল) সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসীম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিসহ অনেকেই এবং মেহেরপুর জেলা প্রশাসন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।


এদিকে মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।১৭-ই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেছে।