পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ভবন থেকে গত বুধবার গভীর রাতে চুরি হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মটরসাইকেল উদ্ধারসহ চোরকে মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সেঙ্গল বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাউখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত চোরের বাড়ি বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার সলিয়া বাকপুর গ্রামের মৃত্যু হুমায়ুন কবির খানের ছেলে রেজাউল রাকিব খান (২৮)। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, প্রযুক্তি ব্যবহার করে আসামি সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বুধবার কোটে চালান দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।