ভূরুঙ্গামারীতে বৃষ্টি বাতাস আর শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বৃষ্টি বাতাস আর শীতে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাঘ মাসের শীতের সাথে গুড়িগুড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাস মিলেমিশে বিপর্যস্ত করে দিয়েছে জনজীবন। প্রচন্ড ঠান্ডায় ঘরবন্দী মানুষ। শ্রমজীবীরা যেতে পারেননি কাজে। চলছে ম্যারাথন লোডশেডিং। 


শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির সাথে ছিল ঠান্ডা বাতাস। দুপুরের পর বৃষ্টি কমে গেলে বাতাসের গতি বেগ বেড়ে যায়। প্রচন্ড বেগে দমকা হাওয়া বইতে থাকে। 


তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আশরাফুল জানান, শীতের সাথে বৃষ্টি যোগ হওয়ায় ঠান্ড বেড়ে গেছে। এই ঠান্ডায় কাদা পানিতে নেমে ধানের চারা রোপণ করা খুবই কষ্টের তাই কাজে যাইনি।


ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের সাফিউল জানান, প্রচন্ড বাতাসে ঘরের চালের উপর গাছ পরে চাল ভেঙে গেছে।


একই গ্রামের মঞ্জুরুল শিকদার সহ বেশ কয়েকজন জানান, বাতাসে প্রত্যেকের সুপারি গাছ ভেঙে গেছে।


শিলখুড়ি ইউনিয়নের খোকন জানান, সকালে বিদ্যুৎ গেছে সন্ধ্যা হয়ে গেল এখনও বিদ্যুৎ আসেনি। 


কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আগামী দুইদিন গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরো কমতে পারে।