পাঁচবিবিতে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৪:১৫ অপরাহ্ন
পাঁচবিবিতে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি আমন মৌসুমে  সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সরকারী খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।  


এ সময় উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন,উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ইউনুছ আলী,এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী নবীউল ইসলাম, শরিফুল ইসলাম বাবু, আয়ুব আলী, ও সাংবাদিক বৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। 


মিজানুর রহমান জানান, ২০২১- ২০২২ চলতি আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১হাজার ৩শ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২ হাজার ৭শ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত।