অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কাল ২ বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১৮ই সেপ্টেম্বর ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কাল ২ বাংলাদেশী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বিজিবি ক‍্যাম্পের একটি টহল দল আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫২ এর সাব-পিলার ৯ এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় জাহিদুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ নামের দুই যুবককে আটক করে।


জাহিদুল ইসলাম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের আমির হোসেনের ছেলে। শাহরিয়ার আহমেদ একই ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমানের ছেলে। পরে বিজিবি তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান,  আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।