শিশুর কান্না শুনে বাড়ির মালিক গিয়ে দেখেন পুলিশ সদস্যের স্ত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ১১ই সেপ্টেম্বর ২০২১ ০৭:২৭ অপরাহ্ন
শিশুর কান্না শুনে বাড়ির মালিক গিয়ে দেখেন পুলিশ সদস্যের স্ত্রীর লাশ

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট থেকে বিলকিস আক্তার (৩০) নামের এক নারীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


বিলকিস আক্তার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য মো. মাসুদের স্ত্রী এবং ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে।


বাড়ির মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে কনস্টেবল মাসুদ রানা শহরের রিজার্ভ ট্যাংক এলাকার পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান থাকতেন আর মাসুদ রানা থাকেন গাজীপুরে কর্মস্থলে।


বাড়ির মালিক কিতাব আলী বলেন, আজ সকাল নয়টার দিকে নিচতলা ফ্ল্যাটের ভেতরে দুই শিশুর কান্না শুনে তিনি এগিয়ে যান। তিনিসহ কয়েক প্রতিবেশী ভেতরে গিয়ে দেখেন দুই হাত, দুই পা ও মুখ বাঁধা এবং গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় খাটের ওপর পড়ে রয়েছে ওই নারীর লাশ। পাশে দুই শিশুসন্তান কান্না করছিল। পরে এ বিষয়ে পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।