ঢাকার মিরপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে। মিরপুর–১১ নম্বরের সি–ব্লকের একটি ছয় তলা ভবনে গতকাল বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ছয় তলা ভবনের গ্যাস লাইনে কয়েকদিন ধরে সমস্যা দেখা দিচ্ছিল। বেশ কয়েকবার মিস্ত্রি দিয়ে মেরামত করা হলেও গ্যাস লাইন পুরোপুরি ঠিক হয়নি। এ কারণে গতকাল বুধবার রাত ১১টার দিকে মিস্ত্রিরা গ্যাস সংযোগ মেরামত করতে আসেন। মেরামত শেষে লাইন পরীক্ষা করার জন্য নিচ তলার চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশুসহ সাত জন দগ্ধ হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।