কুয়াকাটায় পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৫শে আগস্ট ২০২১ ০৭:৩৯ অপরাহ্ন
কুয়াকাটায় পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

‘‘প্লাষ্টিক দূষন বন্ধ করি, পরিবেশ- প্রতিবেশ রক্ষা করি’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ পর্যটকরা অংশগ্রহন করেন। 


কর্মসূচিতে বক্তারা কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানের পরিবেশ রক্ষায় কুয়াকাটাবাসীকে সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান।  এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েনসহ আরো অনেকে। মানববন্ধন শেষে এক গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়। এতে কুয়াকাটায় আগত পর্যটকরা অংশগ্রহন করেন।