রাজশাহীতে তানোর উপজেলার লালপুর এলাকার একটি আলুক্ষেতে আচড়ে পড়লো প্রশিক্ষণ বিমান। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আকাশে চক্কর দেওয়ার সময় হঠাৎ আছড়ে পড়ে বিামনটি। আছড়ে পড়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠের ওপর আকাশে প্রশিক্ষণ বিমান চক্কর দিচ্ছিলো। এসময় হঠাৎ করেই আলুক্ষেতে আচড়ে পড়ে। বিকট শব্দের পর এলাকাবাসী ছুটে যায়।
সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন। বিমানটিতে যে দুজনই ছিলেন। এরমধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায় নি।
এদিকে দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি। তানোর থানার ওসি রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।