
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১৬:১৯

নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ অনেক ফজিলতে পরিপূর্ণ। এ নামাজে মানুষের মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। তাহাজ্জুদ নামাজ প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য পড়া আবশ্যক ছিল। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়অ সাল্লাম বর্ণনা করেছেন। আবার তাহাজ্জুদ নামাজে বিশেষ দোয়া ও আয়াত পড়ার নির্দেশনাও এসেছে হাদিসে। ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ নামাজের রাতে উঠতেন এবং এ আয়াতসহ শেষ পর্যন্ত পড়তেন। তাহাজ্জুদ নামাজে এ দোয়াসহ শেষ পর্যন্ত পড়া সুন্নাত।’ (বুখারি, মুসলিম ও মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত তাহাজ্জুদ নামাজে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতি আমল নিয়মিতভাবে আদায় করা। উল্লেখিত দোয়াসহ সুরা আল-ইমরানের শেষ পর্যন্ত পড়ে তার সৃষ্টি রহস্য সম্পর্কে জানার মাধ্যমে আল্লাহর আনুগত্যে নিজেকে নিবেদিত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির অনুসরণ ও অনুকরণে তাহাজ্জুদ নামাজের সুন্নাতি আমল করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর